আন্তর্জাতিক

রুশ হামলা হবে ভয়ঙ্কর, বললেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল মার্ক মিলি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার (সম্ভাব্য) আগ্রাসন হবে ‘ভয়ঙ্কর’ এবং এতে উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের ঘটনা ঘটতে পারে।

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়া যে এক লাখের বেশি সৈন্য ও অস্ত্রসরঞ্জামের সমাবেশ ঘটিয়েছে তাকে শীতল যুদ্ধের পর সবচেয়ে বড় সৈন্য সমাবেশ হিসেবে বর্ণনা করেছেন জেনারেল মিলি।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, কূটনৈতিক উপায়ে সংঘাত এখনো এড়ানো সম্ভব।

রাশিয়া ইউক্রেনে আক্রমণের পরিকল্পনার কথা বরাবরই অস্বীকার করে আসছে।

মস্কো বলেছে, ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন হুমকিস্বরূপ।

স্থানীয় সময় শুক্রবার পেন্টাগনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেনারেল মিলি সতর্ক করে দিয়ে বলেন, ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার মোতায়েন করা শক্তির মাত্রা বোঝাচ্ছে, আক্রমণের পরিণতি হবে গুরুতর।

তিনি আরও বলেছেন, ইউক্রেনের ওপর এই শক্তি প্রয়োগ করা হলে তার পরিণতি হবে গুরুতর, খুবই গুরুতর। এতে করে উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের ঘটনা ঘটবে।

যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল আরও বলেন, ঘন বসতিপূর্ণ শহুরে এলাকায় লড়াইয়ের ফল হবে ভয়ঙ্কর, তা হবে চরম ভয়ানক।

সূত্র: বিবিসি।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button