Breaking Newsজাতীয়

চলতি বছরেই ঢাকায় আসবেন এরদোয়ান

জনপদ ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রজপ তাইপ এরদোয়ান চলতি বছর ঢাকা সফরে আসছেন। তুর্কি রাষ্ট্রপতির বাংলাদেশ সফরের মধ্যদিয়ে দু’দেশের সম্পর্ক নব উচ্চতা ও নতুন মাত্রা লাভ করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তুর্কি প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরই তার ঢাকা সফরের কথা ছিল। তবে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় তিনি ঢাকায় আসতে পারেননি।

ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান জানান, তুরস্কের প্রেসিডেন্ট রজপ তাইপ এরদোয়ান বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রিত। আমরা আশা করছি চলতি বছরেই তিনি ঢাকা সফর করবেন।

এর আগে, ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম জানিয়েছিলেন, চলতি বছর তুর্কি প্রেসিডেন্ট ঢাকা সফর করবেন।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকা-আঙ্কারা দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতি বৃদ্ধি পাচ্ছে। দুই দেশের মধ্যে বাণিজ্যও বাড়ছে। এছাড়া তুরস্ক বাংলাদেশে সামরিক সরঞ্জাম বিক্রয়ের প্রস্তাব দিয়েছে। তুর্কি প্রেসিডেন্টের ঢাকা সফরকালে এ বিষয়ে সমঝোতা হতে পারে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button