রাজশাহী

রাজশাহী জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক ২০

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ২০ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আজ রাজশাহী জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোদাগাড়ী মডেল থানা ০৬ জন, তানোর থানা ০২ জন, মোহনপুর থানা ০১ জন, দুর্গাপুর থানা ০৩ জন, চারঘাট মডেল থানা ০৩ জন ও বাঘা থানা ০৫ জনকে আটক করে। যার মধ্যে ১১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৮ জনকে মাদকদ্রব্যসহ ০১ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং মোঃ শাহীন মিয়া(৪০) কে ৩০গ্রাম হেরোইনসহ আটক করে। তানোর থানা পুলিশ ১নং মোসাঃ জোসনা বেগম(২০) কে ০৩কেজি ৯০০গ্রাম গাঁজাসহ আটক করে। দুর্গাপুর থানা পুলিশ ১নং মোঃ আইয়ূব আলী(৪০) ও ২নং মোঃ আবু তাহের(৫০) কে ১০লিটার চোলাইমদসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ ১নং মোঃ ইমন ইসলাম(২৬) কে ১০গ্রাম গাঁজাসহ আটক করে। বাঘা থানা পুলিশ ১নং মোঃ সাদেক আলী(৩২) কে ২০০গ্রাম গাঁজা ও ২নং মোঃ তরঙ্গ ইসলাম(২৪) কে ৫.৬০গ্রাম হেরোইন এবং ১১পিচ ইয়াবাসহ আটক করে। ডিবি পুলিশ রাজশাহী গোদাগাড়ী থানা এলাকা হতে ১নং মোঃ শিমুল আহমেদ(২৬) কে ০১কেজি গাঁজাসহ আটক করে।

আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button