ক্রিকেটখেলাধুলা

এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো লক্ষণ : সাকিব

জনপদ ডেস্ক: সেই ২০১৫ সাল থেকে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ শক্তিশালী দল হিসেবেই পরিচিত। বাকি দুই ফরম্যাটে অবস্থা নড়বড়ে হলেও ওয়ানাডেতে বাংলাদেশকে সবাই গোনায় ধরে। ২০২১ সালের আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে নাম আছে তিন বাংলাদেশি ক্রিকেটারের- সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মুস্তাফিজুর রহমান। বর্ষসেরা দলে আর কোনো দেশেরই এতজন ক্রিকেটার নেই।

বিষয়টাকে দারুণ ব্যাপার বলে মনে করছেন সাকিব আল হাসান।

গত বছর ওয়ানডেতে ১২টি ম্যাচ খেলে বাংলাদেশ ৮টিতেই জয় পেয়েছে। বিশ্বকাপ সুপার লিগেও টাইগারদের অবস্থান পয়েন্ট তালিকার ২ নম্বরে। যদিও গত বছরটা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের। বাকি সময় প্রাধান্য পেয়েছিল টেস্ট ক্রিকেট। আজ মিরপুরে সাকিব সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই ভালো লক্ষণ এটা। কয়েক বছর ধরেই আমার কাছে মনে হয়, ওয়ানডেতে আমরা বেশ ভালো দল। দেশে এবং দেশের বাইরেও। এর ফলে বাংলাদেশ যে ওয়ানডেতে ভালো ক্রিকেট খেলছে, এটা তারই একটা স্বীকৃতি। আইসিসি থেকে এমন স্বীকৃতি পেলে তো ভালোই লাগে। ‘

বিপিএলে সাকিব খেলছেন ফরচুন বরিশালের হয়ে। মিরপুরে প্রতিদিনই চলছে দলগুলোর অনুশীলন। টুর্নামেন্টে নিজের ও দলের প্রত্যাশা নিয়ে সাকিব বলেন, ‘প্রত্যাশা তো সব দলেরই আছে, যারা এই টুর্নামেন্টে আছে সব দলেরই আসলে প্রত্যাশা আছে। আর সবাই যেহেতু পেশাদার খেলোয়াড়, তাদের নিজেদেরও নিজেদের ওপর প্রত্যাশা আছে। এখানে ভালো করার তাগিদ সবারই থাকে। এটা আসলে আমাদের জন্য একটা প্রেরণার ব্যাপার। আমরা এটাকে ইতিবাচকভাবে নেওয়ার চেষ্টা করছি এবং এটা থেকে যেন ভালো কিছু করতে পারি, সেটার চিন্তা করছি। ‘

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button