অপরাধরাজশাহী

রাজশাহীতে মাদক বিরোধী অভিযানে আটক ৪৩ ও মাদকদ্রব্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় (২০ জানুয়ারি) মোট ৪৩ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৯ জন, তানোর থানা ০৩ জন, মোহনপুর থানা ০২ জন, বাগমারা থানা ০৯ জন, দুর্গাপুর থানা ০৭ জন, পুঠিয়া থানা ০৪ জন, চারঘাট মডেল থানা ০৫ জন ও বাঘা থানা ০৪ জনকে আটক করে।

যার মধ্যে ২৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১১ জনকে মাদকদ্রব্যসহ ০৮ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।

তানোর থানা পুলিশ ১নং শ্রী চরন মুর্মু (৬০) কে ১০ লিটার চোলাইমদসহ আটক করে। বাগমারা থানা পুলিশ ১নং মোঃ হাফিজুর রহমান (২৭) কে হেরোইনসহ ও ২নং মোঃ রবিউল ইসলাম (৩০) কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। দূর্গাপুর থানা পুলিশ ১নং মোঃ রমজান আলী লাল্টু (৩৮) কে ১.৫০০ (এক কেজি পাঁচশত গ্রাম) একটি গাঁজার গাছসহ আটক করেন।

পুঠিয়া থানা পুলিশ ১নং মোঃ হাবিবুর রহমান হাবিব (৪৪) কে ০৪ বোতল ফেন্সিডিল ও ২নং মোঃ আলমগীর হোসেন (৩৯) কে ০৩ গ্রাম হেরোইনসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ ১নং মোঃ সাগর (২৬) কে ১০৫ পিচ ইয়াবা ও ০২ গ্রাম হেরোইনসহ আটক করে। বাঘা থানা পুলিশ ১নং মোঃ আয়নাল আলী (৩৫) কে ১০০ গ্রাম গাঁজা, ২নং মোঃ আরিফ হোসেন (৩২) কে ০২ গ্রাম হেরোইন, ৩নং মোঃ মন্টু আলী (৪০) ও মোঃ বাবুল হোসেনদ্বয়কে ০৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে।

আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button