আইন ও আদালতজনপদ ডেস্কজাতীয়টপ স্টোরিজ

‘আবারো ভার্চুয়ালি হবে বিচার কাজ’: প্রধান বিচারপতি

জনপদ ডেস্ক: প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আবার ভার্চুয়ালি সব বিচার কাজ হবে।

আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বসার পর এ কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, চারিদিকে যেভাবে করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাতে ভার্চুয়ালি যেতে হবে।

তিনি বলেন, ‘হাইকোর্ট বিভাগের ১৩ বিচারপতি করোনা আক্রান্ত। আক্রান্ত সুপ্রিম কোর্টের অনেক স্টাফ। এমন পরিস্থিতিতে কোর্টের কার্যক্রম চালানো কঠিন হয়ে যাবে। সেই সাথে নিম্ন আদালতের অনেক বিচারকও করোনায় আক্রান্ত- এমন অবস্থায় কোর্ট চালানো কঠিন হয়ে পড়বে।’

এসময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ বলেন, ‘অ্যাটর্নি জেনারেল ও এডিশনাল অ্যাটর্নি জেনারেলও করোনায় আক্রান্ত।’

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button