জনপদ ডেস্কজাতীয়শিক্ষাস্বাস্থ্য ও চিকিৎসা

`টিকা নিতে নিবন্ধন লাগবে না শিক্ষার্থীদের’: শিক্ষামন্ত্রী

জনপদ ডেস্ক: করোনাভাইরাসের টিকা দেয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের আর নিবন্ধন করতে হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, শিক্ষার্থীরা তাদের নিজেদের পরিচয়ের প্রমাণ দিলেই এখন থেকে টিকা পাবে।

আজ সোমবার (১০ জানুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান ।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, দেশে ১২ থেকে ১৮ বছর বয়সী মোট শিক্ষার্থী ১ কোটি ১৬ লাখ ২৩ হাজার ৩২২ জন। এর মধ্যে প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে ৪৪ লাখ, দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৪ লাখ ১৯ হাজার ৫৫৪ জনকে। মোট টিকা দেয়া হয়েছে ৪৮ লাখ ১৯ হাজার ৫৪৪ জনকে। প্রথম ডোজ বাকি আছে ৭৫ লাখ ৫৪ হাজার ৬০৬ জনের।

৩৯৭ উপজেলায় ১৫ জানুয়ারির মধ্যে, ৩ উপজেলায় ১৭ জানুয়ারি, ৫৬ উপজেলায় ২০ জানুয়ারি, ১৫ উপজেলায় ২২ জানুয়ারি, ৩৫ উপজেলায় ২৫ জানুয়ারি ও ১১ উপজেলায় ৩১ জানুয়ারির মধ্যে টিকাদান সম্পন্ন করার নির্দেশনা রয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button