আন্তর্জাতিক

আফ্রিকার দেশ বুরুন্ডির কারাগারে অগ্নিকাণ্ডে ৩৮ বন্দির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডির এক কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৮ জন বন্দির মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মঙ্গলবার (৭ ডিসেম্বর) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভয়াবহ ওই দুর্ঘটনার সময় কারাগারের ভেতরে অনেক বেশি সংখ্যক বন্দি অবস্থান করছিলেন। খবর রয়টার্স’র।

প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের সময় ওই জেলখানার কয়েদিরা ঘুমন্ত অবস্থায় ছিল। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ভোর ৪টায় এ আগুন লাগে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এক টুইট বার্তায় বলেন, পুরোনো এ কারাগারে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পুলিশ সূত্র জানিয়েছে, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে জরুরি পরিষেবা পৌঁছাতে সক্ষম হয়নি।

ফায়ার সার্ভিসের প্রথম গাড়িটি আসে আগুন লাগার দুই ঘণ্টা পরে। সে কারণেই হতাহতের সংখ্যা বেড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুরুন্ডির রাজনৈতিক রাজধানী গিটেগারের কারাগারে যখন আগুন লাগে তখনও অনেক বন্দি ঘুমিয়ে ছিলেন।

কেউ কেউ ছাদ দিয়ে নেমে জীবন বাঁচাতে সক্ষম হয়েছেন। ঘটনার পর প্রকাশিত ছবিতে দেখা গেছে, ভবনের অনেক কিছুই পুড়ে গেছে এবং আকাশের দিকে ক্রমাগত ধোঁয়া উড়ছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button