টপ স্টোরিজরাজনীতিরাজশাহী

বঙ্গবন্ধুকে কটুক্তির প্রতিবাদে ৩০ নং ওয়ার্ড তৃণমূল নেতাকর্মীদের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: কাটাখালি পৌরসভার মেয়র আব্বাস আলী কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটুক্তি ও রাজশাহী সিটি কর্পোরেশন গেটে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণে বাধার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৬ শে নভেম্বর) বিকাল ৪ টার সময় ৩০ নং ওয়ার্ডের তৃণমূল নেতাকর্মীদের আয়োজনে নগরীর বিনোদপুর মোড় থেকে দেওয়ানপাড়া মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে চৌদ্দপায় মোড়ের সামনে এসে বিক্ষোভ সমাবেশ শেষ হয়।

সমাবেশের সভাপতিত্ব করেন ৩০ নং ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি মো. শহীদুল ইসলাম শহীদ।

বিক্ষোভ সমাবেশ শেষে পথসভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ রাবি শাখার সভাপতি ও মতিহার থানা ছাত্রলীগের সদস্য অনিক মাহমুদ বনি, ৩০ নং ওয়ার্ড দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মো. শহীদুল ইসলাম শহীদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শ্রমিক ইউনিয়নের সভাপতি ভুট্টু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ, ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নুরুল আমিন। এরপর পথসভা শেষে কাটাখালির পৌর মেয়র আব্বাস আলীর কুশপুত্তলিকা দাহ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য জহিরুদ্দিন তেতু, ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহের হোসেন সুজা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সদস্য কাজল শুভ্র দাস, ৩০ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম তিতাস, সহ-সভাপতি তরিকুল ইসলাম(সৈকত), রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক উপ-স্কুল বিষয়ক সম্পাদক প্রসেনজিৎ কুমার দাস, সাবেক সহ-সম্পাদক শফিকুল ইসলাম সুজন, সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক ঈশা, ৩০ নং ওয়ার্ড (দক্ষিণ) ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সাকিব, ছাত্রনেতা বকুল, মনি রায়, সিরাজুল, ইফতেখার সুজনসহ ৩০ নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button