সারাবাংলা

মোংলায় কোটি টাকার বিদেশি শাড়ি জব্দ

জনপদ ডেস্ক: বাগেরহাটের মোংলা উপজেলায় শুল্ক ফাঁকি দিয়ে সমুদ্র পথে আসা বিপুল পরিমাণের বিদেশি শাড়ির একটি চালান জব্দ করেছে কোস্টগার্ড। গত দুদিন অভিযান চালিয়ে মোংলার হলদিবুনিয়ার খালে এই শাড়ির অবৈধ চালান জব্দ করে তারা।

তবে তাদের অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায় বলে কোস্টগার্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ কারণে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি বৃহস্পতিবার দুপুরে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জব্দকৃত ৮৩৩ পিস শাড়ি, ৫৯ পিস লেহেঙ্গা ও ১০০ পিস চাদরের মূল্য এক কোটি ১৫ হাজার টাকা। উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button