চট্টগ্রামস্বাস্থ্য ও চিকিৎসা

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু নেই চট্টগ্রামে, নতুন আক্রান্ত ১০

জনপদ ডেস্ক: বন্দর নগরী চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ জন। এ সময়ে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, চট্টগ্রামের ১১টি ল্যাবে ১ হাজার ২৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০ জনের দেহে করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে ছয়জন নগরের বাসিন্দা। বাকিদের মধ্যে একজন সাতকানিয়ার, একজন ফটিকছড়ির ও দুজন হাটহাজারীর বাসিন্দা।

জেলায় করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৭৭ শতাংশ।

চট্টগ্রামে এখন পর্যন্ত এক লাখ ২ হাজার ৩০১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ১৬ জন। বাকি ২৮ হাজার ২৮৫ জন বিভিন্ন উপজেলার।

করোনায় চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন চট্টগ্রাম নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৩ জনের।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button