আন্তর্জাতিকনির্বাচন

পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় রদবদল

জনপদ ডেস্কঃ পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় বড় রদবদল আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পাশাপাশি এবার থেকে অর্থ মন্ত্রণালয়ও দেখবেন তিনি।

আগে থেকেই স্বরাষ্ট্র এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সামলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর পাশাপাশি অর্থ দফতরের প্রতিমন্ত্রীর বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যকে।

সদ্য প্রয়াত রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের জায়গায় নতুন পঞ্চায়েত মন্ত্রী হলেন পুলক রায়। পুলক রায় বর্তমানে জনস্বাস্থ্য কারিগরি দফতরের দায়িত্ব সামলাচ্ছেন।

শ্রম দফতরের প্রতিমন্ত্রী বেচারাম মান্নাকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে জনস্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী করা হয়েছে। অন্যদিকে ক্রেতা সুরক্ষা মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে মানস ভূঁইয়াকে। তিনি একই সঙ্গে পানিসম্পদ মন্ত্রণালয়ও সামলাবেন।

স্বনির্ভর গোষ্ঠী সংক্রান্ত দপ্তরের দায়িত্বে আনা হয়েছে শশী পাঁজাকে। তিনি নারী ও সমাজকল্যাণ দপ্তরের পাশাপাশি বাড়তি দায়িত্ব হিসেবে এ দপ্তরে আসছেন।

এছাড়া শিল্প ও বাণিজ্য দপ্তরের পাশাপাশি শিল্প পুনর্গঠন দপ্তরের দায়িত্ব পেয়েছেন পার্থ চ্যাটার্জি।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button