আন্তর্জাতিক

তামিলনাড়ুতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫, ২০টি শহরে রেড এলার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক: টানা কয়েকদিনের বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ভারতের তামিলনাড়ুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। রাজ্যের ২০টি শহরে জরুরি সতর্কতা রেড এলার্ট জারি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে অনেক এলাকা। বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৩০টির বেশি ঘর। বন্যা কবলিত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ১৭০০’র বেশি মানুষকে। পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় সরকার ৪৩৪টি সাইরেন টাওয়ার স্থাপন করেছে।

গেলো কয়েকদিন ধরে অধিক বৃষ্টি হচ্ছে তামিলনাড়ুতে। যাকে মৌসুমের চেয়ে ৪৬ শতাংশ বেশি বৃষ্টি বলে রেকর্ড করা হয়েছে। ২০১৫ সালের পর এমন প্রবল বৃষ্টি দেখলো তামিলনাড়ু।

বৃষ্টিপাতের কারণ হিসেবে বঙ্গোপসাগরের নিম্নচাপকে দায়ী করছে আবহাওয়াবিদরা।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button