অপরাধচট্টগ্রামসারাবাংলা

শপিংব্যাগে এক কেজি আইস উদ্ধার; ২ রোহিঙ্গা আটক

জনপদ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলায় শপিংব্যাগ থেকে এক কেজি ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে র‌্যাব-১৫। এ সময় দুই রোহিঙ্গা নারী ও পুরুষকে আটক করা হয়।

মঙ্গলবার বিকালে টেকনাফ পৌর এলাকার পুরনো বাসস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা জাদিমুড়া ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

রাতে কক্সবাজার র‌্যাব ১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) এএসপি মো. আবু সালাম চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব -১৫ জানায়, মঙ্গলবার বিকালে কক্সবাজার র‌্যাব ১৫-এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে টেকনাফ পৌর এলাকার পুরনো বাসস্টেশন এলাকায় অভিযানে যায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ওই দুই রোহিঙ্গা নারী ও পুরুষকে আটক করা হয়। এ সময় তাদের হাতে থাকা শপিংব্যাগ তল্লাশি করে ওই ক্রিস্টাল মেথ বা আইস পাওয়া যায়।

আটক মাদক কারবারি ও উদ্ধার হওয়া আইস আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button