আন্তর্জাতিক

পারস্য উপসাগরে আত্মঘাতী ড্রোনের পরীক্ষা চালালো ইরান

আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগরে চলছে ইরানের সামরিক মহড়া। সেখানে আত্মঘাতী ড্রোনের পরীক্ষা চালানো হয়েছে। ইরানের বার্তা সংস্থা তাসনিম এজেন্সির সুত্র মতে সোমবার ‘জোলফাকার-১৪০০’ নামের যৌথ মহড়ার মূল পর্বে একটি দ্রুত অভিযানে ইরানের সেনাবাহিনী “আরাশ” নামের আত্মঘাতী ড্রোন পরীক্ষা করে সফল হয়েছে।

মহড়াটির মুখপাত্রের ভূমিকায় রয়েছেন রিয়ার অ্যাডমিরাল মাহবুব মুসাভি। কামান, হেলিকপ্টার, ক্ষেপণাস্ত্র ইত্যদির অনুশীলনও এদিন নেওয়া হয়। তবে “আরাশ”এর পরীক্ষাটি ছিল সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। মুসাভির কথায়, “এই ড্রোনটি দীর্ঘপথ পাড়ি দেওয়ার পর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। প্রয়োজনে এটি নিজেকে ধ্বংস করে দিতেও পারে।”

গত সপ্তাহ থেকেই পারস্য উপসাগরের হরমুজ প্রণালী, ওমান সাগর, লোহিত সাগরের কিছু অংশ এবং ভারত মহাসাগরের উত্তরাংশে মহড়া শুরু করেছে তেহরান। শত্রুর অবস্থান দখলের অনুশীলন করাই এই মহড়ার উদ্দেশ্য। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে, “জোলফাকার-১৪০০”। জানা যাচ্ছে, ইরানের সামরিক বাহিনীর এয়ারবোর্ন ইউনিট, স্পেশাল ফোর্স এবং র‍্যাপিড রিঅ্যাকশন ব্রিগেডের সদস্যরা অংশ নিচ্ছে এ মহড়ায়।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button