চট্টগ্রামসারাবাংলা

সহিংসতাকারীদের বিরুদ্ধে নির্ভয়ে সাক্ষ্য দেয়ার আহ্বান

জনপদ ডেস্ক: সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে আদালতে গিয়ে নির্ভয়ে সাক্ষ্য দিতে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

আজ শনিবার নগরীর আন্দরকিল্লা মোড়ে নগর আওয়ামী লীগ আয়োজিত সম্প্রীতি সমাবেশে তিনি এ আহ্বান জানান।

নাছির বলেন, “দুর্গাপূজা চলাকালে কুমিল্লায় মণ্ডপে পবিত্র কোরআন রাখাকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্যে পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হয়েছে। তারা সারা বাংলায় সাম্প্রদায়িক দাঙা লাগিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিল। “সরকার ও দলের আন্তরিক উদ্যোগের কারণে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। যারা পালিয়ে আছে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে।”

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, “সরকার ও আওয়ামী লীগ আপনাদের পাশে আছে, কোনো ভয় নাই। নির্ভয়ে সাক্ষী দেবেন। যারা সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে তাদের শাস্তি হবে। শুধু মুখে বক্তব্য যদি দেন, আদালতে সাক্ষ্য না দেন, তাহলে বিচারকেরও কিছু করার থাকবে না।”

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নাছির বলেন, “আপনারা সকল সম্প্রদায়ের নেতাকর্মীদের সাথে আলোচনা করুন যাতে আদালতে সাক্ষ্য দিয়ে প্রত্যক্ষ হামলাকারী ও পরোক্ষ জড়িতদের বিচার হয়।”

সভাপতির বক্তব্যে নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, “এরা কারা? যারা আমাদের রক্ত দিয়ে কেনা সংবিধানে হাত দেয়? বারবার কারা এই সহিংসতা করে। আর প্রতিবাদ নয়, এবার প্রতিরোধ করব। বিষ দাঁত ভেঙে দেব। সন্ত্রাস ও সংবিধান একসাথে চলতে পারে না। সাম্প্রদায়িক শক্তি নারকীয় ঘটনা ঘটিয়েছে। আমি দু:খ প্রকাশ করছি।’

“যারা বাংলার মাটিতে এ ঘটনা ঘটিয়েছে তাদের বিচার হবে। মুক্তিযুদ্ধে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে যুদ্ধ করেছি। সাম্প্রদায়িক শক্তি অতীতে আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছে। আমার মায়ের মুখ মলিন করেছে। তাদের প্রতিরোধের বার্তা নিয়ে এসেছি। একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।”

সমাবেশে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বলেন, “বিএনপি জামায়াত রাজনীতির খেলায় হেরে ষড়যন্ত্রের খেলায় নেমেছে। আগামীতে আবার শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন হবে। সবাইকে এক থাকতে হবে। সাম্প্রদায়িকতার বিষ দাঁত ভেঙে দাও। প্রয়োজনে রক্ত দিয়ে রাখব, রক্তে কেনা স্বাধীনতা।”

সহ-সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, “যেদিন কুমিল্লার ঘটনা সেদিন আমানুল্লাহ আমান বলেন, আজকে খেলা শেষ হবে। তারা চক্রান্তে মেতেছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাব। কেউ রুখতে পারবে না। অতীতেও ষড়যন্ত্র করে পারেনি।”

সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী বলেন, “আজ স্বাধীনতার ৫০ বছর পর সম্প্রীতি সমাবেশ করছি। বঙ্গবন্ধৃর নেতৃত্বে সবাই মিলে মুক্তিযুদ্ধ করেই একটি দেশ পেয়েছি। সেদিনও ষড়যন্ত্র ছিল। আজও হচ্ছে।

“ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। বঙ্গবন্ধু কন্যা দেশকে উন্নয়নের সোপানে নিয়ে গেছে। অবশ্যই তার নেতৃত্বে সংগঠনের সব নেতাকর্মী জনগণের নিরাপত্তা দিবে। আমার দৃঢ় প্রতিজ্ঞ। সনাতন বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বীদের আশ্বস্ত করতে চাই, আওয়ামী লীগ যতদিন থাকবে, আপনারা নিরাপদে ধর্ম পালন করুন।”

নগর কমিটির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপদেষ্টা সফর আলী, সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সম্পাদকমন্ডলীর সদস্য শফিকুল ইসলাম ফারুক, শেখ ইফতেখার সায়মুল চৌধুরী, চন্দন ধর, উপ দপ্তর সম্পাদক জহর লাল হাজারী, কার্যনির্বাহী সদস্য হাজী বেলাল আহমেদ প্রমুখ।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button