আন্তর্জাতিকআবহাওয়াটপ স্টোরিজ

আজ রাতেই ভারতে আঘাত হাতে পারে ঘূর্ণিঝড় ‘গুলাব’

জনপদ ডেস্কঃ ভারতের অন্ধ্র প্রদেশের উত্তরাঞ্চল এবং উড়িষ্যার দক্ষিণ উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘গুলাব’। রোববার (২৬ সেপ্টেম্বর) রাতে এটি আঘাত হানতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।

ঘূর্ণিঝড়ের আশঙ্কায় এরই মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের দিঘা উপকূল পর্যটকশূন্য করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। যার নাম দেওয়া হয়েছে গুলাব। ভারতের আবহাওয়া বিভাগ বলছে, রোববার রাতে অথবা সোমবার অন্ধ্র প্রদেশের উত্তরাঞ্চল এবং উড়িষ্যার দক্ষিণ উপকূলে আঘাত হানতে পারে এটি। তবে এটা হবে একটি স্বল্প শক্তির ঘূর্ণিঝড়। যার গতিবেগ হবে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত।

ঘূর্ণিঝড়ের আশঙ্কায় এরই মধ্যে ওই সব অঞ্চলে সতর্ক জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ইতোমধ্যেই সমুদ্র থেকে ফিরে এসেছে মাছ ধরার ট্রলার। বুধবার পর্যন্ত মাছ ধরা নৌকাগুলোকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বিভিন্ন জায়গায় প্রস্তুত রাখা হচ্ছে উদ্ধারকারী দল। উপকূলের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে আশ্রয় কেন্দ্রে।

ঘূর্ণিঝড় মোকাবিলায় পশ্চিমবঙ্গের দিঘা উপকূলে করা হচ্ছে মাইকিং। খোলা হয়েছে কন্ট্রোল রুম।

ভারতের আবহাওয়া বিভাগ বলছে, পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব না পড়লেও ভারি বৃষ্টিপাত দেখা দিতে পারে। প্রবল বর্ষণে দেখা দিতে পারে জলাবদ্ধতা।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button