সারাবাংলা

রৌমারী সীমান্তে বিএসএফে’র গুলিতে এক বাংলাদেশি নিহত

জনপদ ডেস্ক: কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শহিবর রহমান (৩৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় নজরুল ইসলাম নামের আরেক এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর-কাউনিয়ারচর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত শহিবর ওই ইউনিয়নের আমবাড়ী গ্রামের ইছার উদ্দিনের ছেলে।

নিহতের স্ত্রী লিলি পারভীন বলেন, ‘আমার স্বামী মাছ ধরতে সীমান্তের কাছে গেলে বিএসএফ গুলি করে। পরে বাড়িতে আনার সময় মারা যায়। আমি এর বিচার চাই।’

জামালপুর ৩৫ বিজিবির দাতঁভাঙ্গা কোম্পানি কমান্ডার মো. জয়নুদ্দিন জানান, খেতারচর-কাউনিয়ারচর সীমান্ত দিয়ে ১৫-২০ জনের একটি চোরাকারবারী দল বাঁশের তৈরি আড়কি দিয়ে কাঁটাতারের ওপর দিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু নিয়ে আসছিলেন। এ সময় দ্বীবচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়লে সবাই পালিয়ে যায়। ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে শহিবর মারা যান এবং আরও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। আহত ওই ব্যক্তিকে গোপনে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।’

রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ্ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button