জাতীয়

আজ থেকে শুরু হচ্ছে জাতীয় সংসদের অধিবেশন

জনপদ ডেস্ক: একাদশ জাতীয় সংসদের সংক্ষিপ্ত অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে। বুধবার বিকেল ৫টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে।

গত ১৬ আগস্ট সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেন। এটি চলতি বছরের চতুর্থ অধিবেশন। অধিবেশনে সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সংসদ সচিবালয় সূত্র জানায়, করোনা পরিস্থিতির মধ্যে অনুষ্ঠিত অন্যান্য অধিবেশনের মতোই এ অধিবেশনে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে। এবার অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হবে।
করোনাভাইরাস পরিস্থিতির কারণে সংসদের এ অধিবেশন সংক্ষিপ্ত করা হবে। এ অধিবেশনটি সর্বোচ্চ চার থেকে পাঁচ কার্যদিবস চলতে পারে বলে জানা গেছে।

৬০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে এ অধিবেশন আহ্বান করা হয়েছে। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন বসতে হবে। সে হিসেবে করোনা মহামারি পরিস্থিতিতে আসন্ন অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা রয়েছে।

 

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button