রাজনীতি

হেফাজতের নতুন আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী

জনপদ ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির নির্বাচিত হয়েছেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

রোববার (২৯ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে আমির হিসেবে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস বলেন, সংগঠনের খাস ও কেন্দ্রীয় কমিটির সভায় হেফাজতে ইসলামের আমির হিসেবে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নির্বাচিত করা হয়েছে।

গত ১৯ আগস্ট আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর মুহিব্বুল্লাহ বাবুনগরী হেফাজতে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালন করেন। এবার সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ভারপ্রাপ্ত থেকে পূর্ণ আমির হিসেবে মুহিব্বুল্লাহ নির্বাচিত হয়েছেন।

এর আগে রোববার সকাল ১০টার দিকে রাজধানীর খিলগাঁও মাদরাসায় মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে হেফাজতের খাস কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মাওলানা নুরুল ইসলাম জিহাদী, আতাউল্লাহ হাফেজ্জী, অধ্যক্ষ মিযানুর রহমান চৌধুরী, মাওলানা সাজেদুর রহমান, মাওলানা মুহিউদ্দীন রব্বানী, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, মাওলানা আব্দুল আউয়াল প্রমুখ।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button