চট্টগ্রামজনপদ ডেস্কসারাবাংলা

বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ১২

জনপদ ডেস্ক: কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১২ জন। রবিবার (২৯ আগস্ট) বেলা আড়াইটায় রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের রাবার বাগান ফ্যাক্টরি সংলগ্ন মোড়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ক্যাভার্ডভ্যান চালক মো. নান্নু (৫২) পটুয়াখালী জেলার কালাপাড়া এলাকার লফিফ হাওলাদেরের ছেলে। এ ঘটনায় যাত্রীবাহী বাসের ১২ জন যাত্রী আহত হয়েছেন।

রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া জানিয়েছেন, দুর্ঘটনার শিকার ১৩ জনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে মো. নান্নু নামের একজন হাসপাতালে আনার আগেই মারা যান। আহত বাকিদের মাঝে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

রামু তুলাবাগান ক্রসিং হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button