রাজশাহী

সিরাজগঞ্জে যমুনার পানি স্থিতিশীল

জনপদ ডেস্ক: টানা আট দিন বাড়তে থাকার পর সিরাজগঞ্জে যমুনা নদীর পানি স্থিতিশীল রয়েছে। অপরদিকে, কাজিপুর পয়েন্টে কমতে শুরু করেছে যমুনার পানি।

মঙ্গলবার (২৪ আগষ্ট) সকালে যমুনার পানি সিরাজগঞ্জ হার্ডপয়েন্ট এলাকায় রেকর্ড করা হয় ১৩ দশমিক ৩২ মিটার। গত ২৪ ঘণ্টায় পানি প্রবাহ অপরিবর্তিত এবং বিপৎসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে, কাজিপুর পয়েন্টে রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৮ মিটার। গত ২৪ ঘণ্টায় ৪ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিরাজগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাসির উদ্দিন বাংলানিউজকে বলেন, সোমবার (২৩ আগস্ট) থেকে সিরাজগঞ্জ পয়েন্টে স্থিতিশীল রয়েছে যমুনার পানি। বুধবার (২৫ আগস্ট) পর্যন্ত এ অবস্থায় থাকবে।

এদিকে, বৃহস্পতিবার (২৬ আগস্ট) থেকে আবারও পানি বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button