চট্টগ্রামসারাবাংলা

সুন্দরবন থেকে জাল ও ট্রলারসহ ৪ ভারতীয় জেলে গ্রেপ্তার

জনপদ ডেস্ক: পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পাকড়াতলির চর এলাকা থেকে মাছ ধরার জাল ও ট্রলারসহ চার ভারতীয় জেলেকে গ্রেপ্তার করেছে বনবিভাগ।

গ্রেপ্তাররা হলেন- ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বাসন্তী থানার পার্বতী গ্রামের বঙ্কিম বিকাশ মন্ডল, অলোক সরদার, গুরুদাস সরদার  এবং বিবেকানন্দ পল্লীর শিকদার কৃষ্ণ।

রবিবার বন আইনে মামলা দায়ের করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে বুড়িগোয়ালিনী স্টেশনের পুষ্পকাটি টহল ফাঁড়ির সদস্যরা তাদের গ্রেপ্তার করেন।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ জানান, গ্রেপ্তার ভারতীয় জেলেরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাংলাদেশের সুন্দরবন এলাকায় ঢুকে বনজ সম্পদ আহরণ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button