চট্টগ্রামসারাবাংলা

ফের আন্তর্জাতিক রুটের জন্য উম্মুক্ত হচ্ছে শাহ আমানত

জনপদ ডেস্ক: করোনা প্রাদুর্ভাবের কারণে চার মাস পর শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু হচ্ছে।

আজ মঙ্গলবার থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম এ বিমান বন্দরে ফের আন্তর্জাতিক রুটে বিমান উঠানামার নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষ (বেবিচক)।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, ‘শাহ আমানত দিয়ে মঙ্গলবার থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচলের নির্দেশনা পেয়েছি। কখন থেকে ফ্লাইট শুরু হচ্ছে তা নির্ভর করছে বিমান কোম্পানীগুলোর উপর। তবে আমাদের সকল প্রস্তুতি রয়েছে।’

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনের পুলিশ সুপার জাকির হাসান বলেন, ‘আন্তর্জাতিক যাত্রীদের সেবার জন্য আমরা প্রস্তুত রয়েছি। চাইলে যেকোন সময় থেকে কার্যক্রম শুরু করতে পারবো।’

জানা গেছে, ঢাকার পর সবচেয়ে বেশি যাত্রী পরিবহণ হয় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে। করোনা প্রাদুর্ভাবের কারণে গত ১৪ এপ্রিল বন্ধ হয় আন্তর্জাতিক রুটের বিমান চলাচল। করোনা পরিস্থিতির আগে স্বাভাবিক সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সালাম এয়ার, ফ্লাই দুবাই বিভিন্ন এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে সৌদি আরব, সংযুক্ত আবর আমিরাত, ওমান, ভারতসহ বিভিন্ন গন্তব্যে ফ্লাইট চালু ছিল।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button