জাতীয়

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: আরও ১৫ মরদেহ ঢামেক মর্গে

জনপদ ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত আরও ১৫টি মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গ থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে আনা হয়েছে। এখান থেকে আগামী শনিবার (৭ আগস্ট) স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. আজাদ রহমান।

শুক্রবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে দু’টি অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো ঢামেক হাসপাতালে মর্গে আনা হয়। মর্গের সহকারী সেকেন্দার আলী জানান, ঢামেকের জরুরি বিভাগের ফ্রিজে থাকা আরও আটটি মরদেহ মর্গে আনা হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, ঢামেক হাসপাতালের মর্গের ফ্রিজে জায়গা না থাকায় ১৫টি মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছিল। সিআইডি ডিএনএ পরীক্ষার পরে মরদেহগুলো শনাক্ত করেছে। তাদের তত্ত্বাবধানেই মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ সময় জেলা পুলিশের সদস্যরা উপস্থিত থাকবেন।

এর আগে গত বুধবার (৪ আগস্ট) রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ২৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে সিআইডি।

যাদের মরদেহ হস্তান্তর করা হয় তারা হলেন- নোয়াখালীর এনায়েত হোসেনের ছেলে মো. আয়াত হোসেন (১৯), একই জেলার আবুল কাসেমের ছেলে রাশেদ (২৫) ও বাশারের ছেলে তারেক জিয়া (১৫), গাইবান্ধার হাসানুজ্জামানের মেয়ে নুসরাত জাহান টুকটুকি, নেত্রকোনার কবির মিয়ার মেয়ে হিমা আক্তার, একই জেলার আজমত আলীর মেয়ে তাকিয়া আক্তার, পাবনার শাহাদত খানের ছেলে মোহাম্মদ আলী, কিশোরগঞ্জের তাহের উদ্দিনের ছেলে নাঈম ইসলাম, একই জেলার নিজাম উদ্দিনের মেয়ে সাহানা আক্তার (১৮), মো. খোকনের স্ত্রী জাহানারা বেগম (৩৮), ঝর্না আক্তারের মেয়ে ফারজানা (১৪), সুজনের মেয়ে ফাতেমা আক্তার (১৫), গিয়াস উদ্দিনের ছেলে মুন্না (১৬), স্বপন মিয়ার মেয়ে সাগরিকা সায়লা, আব্দুল কাইয়ুমের মেয়ে খাদিজা আক্তার (১৬) ও মাহতাব উদ্দিনের স্ত্রী সাহানা আক্তার (৪৪), নারায়ণগঞ্জের বেলাল হোসেনের মেয়ে মিতু আক্তার, একই জেলার সুমাইয়া আক্তারের মা ফিরোজা (৩৬), বগুড়ার নয়ন মিয়ার মেয়ে নাজমা খাতুন, হবিগঞ্জের আব্দুল মান্নানের মেয়ে ইসরাত জাহান তুলি, ডেমরার নাজমুল হোসেনের মা নাজমা বেগম (৩৫), ভোলার কবির হোসেনের ছেলে রাকিব হোসেন (২১), গাজীপুরের লিলি বেগমের ছেলে রিপন মিয়া (১৮) ও নরসিংদীর জসিম উদ্দিনের মেয়ে রিয়া আক্তার (৩০)।

এদিকে মঙ্গলবার (৩ আগস্ট) দিনগত রাতে সিআইডির বিশেষ পুলিশ সুপার (ফরেনসিক) রোমানা আক্তার জানিয়েছিলেন, রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৮টি মরদেহের মধ্যে ৪৫ জনকে শনাক্ত করা হয়েছে। বাকি তিনটি মরদেহ শনাক্তের চেষ্টা চলছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button