সারাবাংলা

‘৩ ডোজ টিকা নেওয়া’ সেই সৌদি প্রবাসী কোথায়?

জনপদ ডেস্ক: দেশে অনুমোদিত করোনাভাইরাসের সব টিকার সর্বোচ্চ দুই ডোজ নেওয়ার নিয়ম থাকলেও ওমর ফারুক নামের এক সৌদি প্রবাসী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) টিকাদান কেন্দ্রে একদিনেই তিন ডোজ নিয়েছেন বলে দাবি করেছেন। এই নিয়ে দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যেই সে প্রবাসীর বাড়ির ঠিকানা পাওয়া গেছে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইঘর এলাকার বাসিন্দা।

বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পর্যবেক্ষণে রয়েছেন বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। ওমর ফারুকের ছোট বোন ফারজানা আক্তার জানান, সন্ধ্যায় তার ভাই মোবাইলে কল করে জানিয়েছেন, তিনি বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

এর আগে, মঙ্গলবার (২৭ জুলাই) ওমর ফারুক একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে জানান, বিএসএমএমইউয়ের টিকাদান কেন্দ্রের তিনটি বুথ থেকে তাকে তিনবার টিকা দেওয়া হয়েছে।

এরপর ওই ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও গণমাধ্যমে খবর প্রকাশ হয়। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে একইদিনে তিন ডোজ টিকা দেওয়ার যে খবর রটেছে, তা ঠিক নয় বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ঘটনার সত্যতা যাচাইয়ে বুধবার (২৮ জুলাই) রাত ১২টার দিকে ফতুল্লার ভুইগড় এলাকায় ওমর ফারুকের বাড়িতে গেলে পরিবারের সদস্যরা জানান, একসঙ্গে তিন ডোজ টিকা নেওয়ার পর ওমর ফারুকের তেমন কোনও সমস্যা হয়নি। সামান্য জ্বর অনুভব করা ছাড়া তার শরীরে আর কোনও সমস্যা দেখা দেয়নি।

ওমর ফারুকের এক প্রতিবেশী দাবি করেন, ‘বুধবার বেলা সাড়ে ১২টার দিকে দুটি গাড়িতে করে ওমর ফারুককে নিয়ে যাওয়া হয়েছে। এ সময় তাদের পরিচয় জানতে চাইলে, তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন বলে জানান। তিন ডোজ টিকা নেওয়ার কারণে ওমর ফারুককে চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হবে বলেও জানান তারা।’

এ প্রতিবেশী আরও বলেন, ‘ওমর ফারুকের বাবা জামাল উদ্দিনের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি এখন বিএসএমএমইউতে রয়েছেন। ওমর ফারুকের সঙ্গে তার বোনের স্বামী গোলাম সারোয়ার নাহিদও ওই গাড়িতে করে গেছেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর টিকিট কাটতে কাউন্টারে যাওয়ার কয়েক মিনিট পরই সেই গাড়ি দুটি আর খুঁজে পাননি তিনি। এরপর সন্ধ্যায় ওমরের বাবা ছুটে যান হাসপাতালে।’

স্বজনদের বরাত দিয়ে ওমর ফারুকের প্রতিবেশীরা জানান, ওমর ফারুক তার বাবার সঙ্গে রাত ৮টার দিকে কথা বলেছেন। জানিয়েছেন, তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের টিম পরিচয়ে ওমর ফারুককে বাড়ি থেকে নিয়ে যাওয়ার যে দাবি পরিবার ও প্রতিবেশীদের পক্ষ থেকে করা হচ্ছে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button