স্বাস্থ্য ও চিকিৎসা

করোনা: নোয়াখালীতে আরও ২২৮ জন শনাক্ত

জনপদ ডেস্ক: নোয়াখালী জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ৭২৫ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ৪৪ শতাংশ।

জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৩১ জন। মোট আক্রান্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৯ জনে।

এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ৩৪ জন, সুবর্ণচরে পাঁচ, বেগমগঞ্জে ৬০, সোনাইমুড়ীতে ১৩, চাটখিলে ২০, সেনবাগে ২০, কোম্পানীগঞ্জে চার, কবিরহাটে রয়েছে ২৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ১৭ শতাংশ।

বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে।

এর আগে বুধবার রাত ১১টার দিকে জেলা সিভিল সার্জনের কার্যালয় এসব তথ্য তাদের ফেসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করে।

ডা. মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৯ জন, বেগমগঞ্জে ১৫, সুবর্ণচরে সাত, হাতিয়ায় ছয়, চাটখিলে ১৮, সোনাইমুড়ীতে ১৫, কোম্পানীগঞ্জে ৪৭, সেনবাগে ৪৬, কবিরহাটে ১৫ জন রয়েছেন।

তিনি আরও জানান, এ ছাড়া সুস্থ হয়েছেন ৯ হাজার ৩৪৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬০ দশমিক ৯৭ শতাংশ।

এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা পাঁচ হাজার ৮০৫ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ১১৪ জন ও আইসোলেশনে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী চিকিৎসাধীন নেই।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button