সারাবাংলা

পশুর হাটে চাঁদাবাজি করলে ক্ষমা নয় : ডিআইজি আক্তারুজ্জামান

জনপদ ডেস্ক: পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান বলেছেন, পশুর হাটে যে কোনো ধরনের চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। পশুর হাটে চাঁদাবাজি করলে ক্ষমা করা হবে না। যে সব ক্রেতারা অনলাইনে কোরবানির পশু কিনবেন তারা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন সেদিকে পুলিশকে খেয়াল রাখতে হবে।

শনিবার (১৭ জুলাই) বিকেলে পিরোজপুরের নাজিরপুরের দিঘীরজান পশুর হাট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরে ডিআইজি এসএম আক্তারুজ্জামান পশু ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাদের ব্যবসায় যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ প্রদানসহ মাস্ক বিতরণ করেন তিনি।

এ সময় পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button