ফুটবল

কোপার সেরা গোলরক্ষক আর্জেন্টিনার মার্টিনেজ

জনপদ ডেস্কঃ আর্জেন্টিনার জয়ের মধ্য দিয়ে শেষ হলো এবারের কোপা আমেরিকার আসর। ফাইনালের আগে টুর্নামেন্টের সর্বোচ্চ ১২ গোল করেছিল স্বাগতিক ব্রাজিল। নিজেদের শেষ ২৪ ম্যাচে সেলেসাওদের গোলসংখ্যা ৬১টি। তবে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে গোলের দেখা পায়নি ব্রাজিল। এর পেছনে কৃতিত্ব রয়েছে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের।

মারাকানা স্টেডিয়ামের ফাইনালে ব্রাজিল অন্তত ১৩টি শট গোলের উদ্দেশ্যে করেছিল। যার মধ্যে দুইটি ছিল লক্ষ্য বরাবর। বিশেষ করে ম্যাচের ৮৭ মিনিটের সময় ডি-বক্সের ভেতরে বাম পাশ থেকে বুলেট গতির শট নিয়েছিলেন গ্যাব্রিয়েল বারবোসা তথা গ্যাবিগোল। দুর্দান্ত ক্ষিপ্রতায় সেই শট ঠেকান এমিলিয়ানো।

শুধু ফাইনালে নয়, পুরো আসরেই দুর্দান্ত গোলকিপিং করেছেন মার্টিনেজ। সেমিফাইনালের টাইব্রেকারে তো ফিরিয়ে দিয়েছিলেন তিন-তিনটি পেনাল্টি। সেসবের পুরস্কার পেলেন মার্টিনেজ। তাকে টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার দিয়েছে কোপা আমেরিকার আয়োজক ও দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। গোল্ডেন গ্লাভস শোভা পেয়েছে মার্টিনেজের হাতে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button