খেলাধুলাফুটবল

ফাইনাল জয়ের পর নেইমারকে আলিঙ্গন মেসির

জনপদ ডেস্কঃ আর্জেন্টিনার জার্সি গায়ে অবশেষে ট্রফি জয় করলেন লিওনেল মেসি। ১৯৯৩ সালে শেষবার কোপা আমেরিকা কাপ জয় করেছিল আর্জেন্টিনা। ২০১৪ সালের বিশকাপ ফুটবলের ফাইনালে ব্রাজিলের এই মারাকানা স্টেডিয়ামেই জার্মানির কাছে ১-০ গোলে হেরে গিয়েছিল মেসিরা। সেই ক্ষত আজও দগদগে।

অবশেষে রবিবার (১১ জুলাই) কাঙ্ক্ষিত জয়টা পেয়ে গেল আর্জেন্টিনা। মারাকানা স্টেডিয়ামে আয়োজিত কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের জয়সূচক গোলটা করেন অ্যাঞ্জেল ডি মারিয়া। এ জয়ের ফলে ২৮ বছরের অবসান ঘটিয়ে অবশেষে কোনা আন্তর্জাতিক ট্রফি জয় করল আর্জেন্টিনা।

খেলার শেষ বাঁশি বাজতেই শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠেন আর্জেন্টিনার খেলোয়াড়, কোচ, স্টাফ সকলেই। এমন সময় ক্যামেরা আর্জেন্টাইন অধিনায়ক মেসির দিকে ফেরাতেই দেখা গেল কাঁদছেন তিনি। এ কান্না আনন্দের। নিজের জীবনের প্রথম আন্তর্জাতিক শিরোপা জয়ের আনন্দ উল্লাসের কান্না।

স্বপ্নপূণের এই উল্লাস যখন চলছিল তখন অপরদিকে কাঁদছিলেন নেইমার। এই কান্না বেদনার আর হতাশার। বুক ভরা হতাশাই দেখা গেল নেইমারের অভিমুখে। এরপরই মারাকানার মাঠে দেখা গেল ভিন্ন এক চিত্র। এক সময়ের ক্লাব সতীর্থ ব্রাজিলিয়ান নেইমারকে কাছে টেনে আলিঙ্গন করেন লিওনেল মেসি। নেইমারও বেশ কিছুক্ষন জড়িয়ে ধরে থাকেন মেসিকে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button