জাতীয়

‘লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত হয়নি’

জনপদ ডেস্ক: করোনা মোকাবিলায় চলমান লকডাউন আগামী ১৬ জুন শেষ হওয়ার কথা। এরপর আরও বাড়ানো হবে কিনা এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (১৪ জুন) সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠক হয়। বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব। তখন এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

লকডাউন নিয়ে কোনো সিদ্ধান্ত আছে কিনা- জবাবে সচিব বলেন, “লকডাউন বাড়ানোর ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আরও দুইদিন সময় আছে। দেখা যাক কী হয়।”

এসময়ে সরকারি সব অফিস খোলা আছে জানিয়ে তিনি বলেন, “আমরা (লোকবল) ভাগ করে নিয়েছি। করোনার এ সময়ে আমাদের অর্ধেক এর বেশি আসে না।”

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button