খেলাধুলা

নিষেধাজ্ঞা শেষে ক্রিকেটে ফিরলেন শাহাদাত

জনপদ ডেস্কঃ নিষেধাজ্ঞা শেষে আবারও ক্রিকেটে ফিরলেন ফাস্ট বোলার শাহাদাত হোসেন। ২০১৯ সালের নভেম্বরে প্রথম শ্রেণীর ম্যাচে এক সতীর্থকে চড় মেরে পাঁচ বছর নিষিদ্ধ হয়েছিলেন তিনি।

তবে ১৮ মাসের মাথায় ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের মধ্যদিয়ে ট্র্যাকে ফিরলেন এই ডানহাতি। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শাহাদাতের নিষেধাজ্ঞা কমানোর ব্যাপারে কিছুই জানায়নি।

শনিবার (০৫ জুন) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের বিপক্ষে পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে নামেন শাহাদাত। ২ ওভারের স্পেলে অবশ্য কোনো উইকেট শিকার করতে পারেননি তিনি।

এর আগে গত ফেব্রুয়ারিতে নিষেধাজ্ঞা কমানোর জন্য বিসিবি বরাবর আবেদন করেছিলেন শাহাদাত। মানবিক আবদনে জানিয়েছিলেন, ক্যান্সার আক্রান্ত মায়ের ব্যয়বহুল চিকিৎসার খরচ মেটাতে তাকে সুযোগ দেওয়া হোক।

পরে সেসময় বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান গণমাধ্যমে বলেছিলেন, শাহাদাতের ব্যাপারটি তিনি বোর্ডের উচ্চপর্যায়ে জানাবেন।

বাংলাদেশ জাতীয় দলের হয়ে সব ফরম্যাট মিলিয়ে ৯৫টি ম্যাচ খেলা শাহাদাত সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৫ সালের মে মাসে। তিনি এখনও দেশের জার্সিতে ফাস্ট বোলার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button