জাতীয়

অবশেষে সোমবার আসছে ফাইজারের টিকা

জনপদ ডেস্ক:  করোনা সংক্রমণ প্রতিরোধে কোভ্যাক্স থেকে ফাইজারের টিকা আসা নিয়ে আবারও সিদ্ধান্তের পরিবর্তন হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের দুই দফা সিদ্ধান্ত বদলের পর এবার নতুন সিদ্ধান্ত জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, রোববার নয়, সোমবার (৩১ মে) রাত ১১টা ২০ মিনিটে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা দেশে আসবে।

রোববার (৩০ মে) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানান।

এর আগে দুপুরে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে বলেন, “রোববার রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে কোভ্যাক্স থেকে ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬২০ ডোজ টিকার প্রথম চালান আসার কথা ছিল। কিন্তু এখনো আমরা তার ফ্লাইট শিডিউল পাইনি।”

তবে এর কিছু সময় পরই স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে রোবেদ আমিন জানান, “ফাইজারের টিকা আসছে নির্ধারিত সময়েই।” তবে সন্ধ্যা নাগাদ তার এই বক্তব্যও টিকল না। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টিকা আসছে সোমবার রাতেই।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button