জাতীয়টপ স্টোরিজশিরোনাম

সংক্রমণ বাড়লে বইমেলা স্থগিত হতে পারে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

জনপদ ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ বাড়লে বইমেলা স্থগিত হতে পারে জানিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ‘করোনা পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। এর মধ্যে অমর একুশে বইমেলা শুরু হচ্ছে। মেলা চলাকালে পরিস্থিতি ভয়াবহ অবনতি হলে আমাদের নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। হয়তো অপ্রিয় কঠিন কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। তবে আমাদের প্রার্থনা এটা যেন না নিতে হয়।’
 
মঙ্গলবার (১৬ মার্চ) বাংলা একাডেমিতে অমর একুশে বইমেলা-২০২১ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
 
সংস্কৃতি প্রতিমন্ত্রী এক প্রশ্নের জবাবে বলেন, করোনা পরিস্থিতির কারণে এবার ফেব্রুয়ারিতে মেলা করা যায়নি। স্বাস্থ্যবিধি মেনে মার্চে মেলা করা হচ্ছে। তবে করোনা পরিস্থিতি যদি মেলা চালিয়ে যাওয়ার মতো না থাকে, তবে অপ্রিয় সিদ্ধান্ত নিতে হতে পারে।
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের বইমেলা ১৮ মার্চ থেকে শুরু হয়ে চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। ১৮ মার্চ বিকেলে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন এবং শেখ মুজিবুর রহমানের লেখা ‘আমার দেখা নয়াচীন’ বইটির অনুবাদ গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন।
 
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, প্রতিবছর বইমেলা হয় ভাষার মাস ফেব্রুয়ারিতে। কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে ফেব্রুয়ারি মাসে মেলার আয়োজন হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনা অনুযায়ী মার্চে মেলার আয়োজন করা হয়েছে। আমি মেলায় অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের আহ্বান জানাবো স্বাস্থ্যবিধি মেনে মেলায় প্রবেশ করতে।
 
কে এম খালিদ বলেন, আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সীমিত আকারে আয়োজন হচ্ছে। রমনার বটমূলের অনুষ্ঠান সীমিত পরিসরে হবে। ফলে, সেইদিন বইমেলায় জনসমাগম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই দিনটিতে স্বাস্থ্যবিধি নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনাও হাতে নিতে হবে। এটা নিয়ে আমাদের প্রস্তুতি রয়েছে।
 
এবারের মেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে মোট ৫৪০টি প্রতিষ্ঠানকে জায়গা বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে একাডেমি প্রাঙ্গণে ১০৭টি প্রতিষ্ঠানকে ১৫৪টি ও সোহরাওয়ার্দী উদ্যানে ৪৩৩ টি প্রতিষ্ঠানকে ৬৮০টি ইউনিট বরাদ্দ দেয়া হয়েছে।
 
এবারো শিশুচত্বর মেলার সোহরাওয়ার্দী উদ্যানেই থাকবে তবে করোনার জন্য ‘শিশুপ্রহর’ থাকবে না। এছাড়া প্রতিদিন বিকেল চারটায় মেলার মূল মঞ্চে সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া মাসব্যাপী প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button