সারাবাংলা

২৭ ঘণ্টা পর স্বাভাবিক হলো ট্রেন চলাচল

জনপদ ডেস্কঃ দীর্ঘ ২৭ ঘণ্টা পর কুষ্টিয়া-রাজবাড়ী-ফরিদপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ১৭০ রেল কর্মীর টানা পরিশ্রমে লাইনচ্যুত পাঁচটি বগি অপসারণ ও ক্ষতিগ্রস্ত রেল লাইন মেরামতের পর শনিবার (৬ মার্চ) বিকেল ৫টার দিকে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শুক্রবার (৫ মার্চ) দুপুর আড়াইটায় কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার বড় স্টেশনের অদূরে লাইনের ওপর আগে দাঁড়িয়ে থাকা একটি রেল ট্রলির সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এতে পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ট্রেন লাইন দুমড়ে মুচড়ে যায়। এতে কুষ্টিয়ার সঙ্গে খুলনা, রাজশাহী, গোয়ালন্দ ও ফরিদপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এদিকে ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। সাময়িক বরখাস্ত করা হয়েছে রেলওয়ের কুষ্টিয়া অফিসের উপ- সহকারী প্রকৗশলী সাইফুলকে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button