ক্যাম্পাসরাজশাহীশিক্ষাসারাবাংলা

মেডিকেল ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ “করোনায় মেডিকেল ভর্তি পরিক্ষা নয়, পিছিয়েছে সব বিশ্ববিদ্যালয় পেছাতে হবে মেডিকেলও” এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে মেডিকেলের ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন করেছে ২০২০-২১ শিক্ষা বর্ষের মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে নগরীর জিরো পয়েন্ট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মেডিকেলে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা বলেন, আগামী ২ এপ্রিল ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ১ম কোর্সের ভর্তি পরিক্ষা হলে দেড় লক্ষ শিক্ষার্থী ও প্রায় তিন লক্ষাধিক অভিভাবক করোনা ঝুঁকিতে পড়বে। এছাড়া করোনা বিবেচনায় যখন অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিক্ষা ঈদের পর অনুষ্ঠিত হবে সেখানে আমরা একই শিক্ষা বর্ষের শিক্ষার্থী হয়ে সময়ের বৈষম্যে শিকার হচ্ছি। তাই এই সংকট নিরসনের শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করছি।

এসময় মানববন্ধনে প্রায় অর্ধশত মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button