চট্টগ্রামসারাবাংলা

প্রথম দিনেই বর্জ্য অপসারণে নেমেছেন মেয়র রেজাউল

জনপদ ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের মাত্র একদিন পর পোস্টার বর্জ্য অপসারণে নেমেছেন নব নির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে নগরীর বহদ্দারহাট থেকে অপসারণ কার্যক্রম শুরু করেন তিনি। সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে নগরীর ৪১টি ওয়ার্ডে প্রার্থীর পক্ষে নির্বাচনী ব্যানার-পোস্টার লাগানো হয়। নির্বাচনের মাত্র একদিন পর নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে অভিযানে নামেন নতুন নগরপিতা। দুই দিনের মধ্যে সব পোস্টার সরিয়ে ফেলার প্রতিশ্রুতিও দেন তিনি। এ সময় নির্বাচনে বিজয়ী কাউন্সিলর, দলীয় নেতা-কর্মীরা সঙ্গে ছিলেন।

চট্টগ্রাম সিটি করপোরেশের নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, আমি আমার পোস্টার সরিয়ে নিচ্ছি। আপনারাও পোস্টার সরিয়ে নেন। এটা নগরীর সৌন্দর্য্য বিঘ্নিত করছে, একই সঙ্গে দেখতে দৃষ্টিকটূ লাগছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button