অপরাধসারাবাংলা

মুক্তিপণ ৮০ লাখ টাকা না পেয়ে স্কুলছাত্রকে হত্যা

জনপদ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অপহরণের পর দাবিকৃত মুক্তিপণ ৮০ লাখ টাকা না পেয়ে স্কুলছাত্রকে হত্যা করেছে তিন যুবক।

মঙ্গলবার দুপুরে উপজেলার নুরপুর ইউনিয়নের পশ্চিম নছরতপুর গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত তানভীর আহমেদ (১৬) উপজেলার নুরপুর ইউনিয়নের পশ্চিম নছরতপুর গ্রামের ফারুখ মিয়ার ছেলে ও আফরাজ আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ জানায়, রোববার রাত ৮টার দিকে একই গ্রামের জলিল মিয়ার ছেলে জাহেদ মিয়া (২৪), সৈয়দ আলীর ছেলে উজ্জল মিয়া (২২) ও মলাই মিয়ার ছেলে শান্ত মিয়া (১৮) তানভীরকে অপহরণ করে। এরপর তার বাবা ফারুখ মিয়ার কাছে ফোনে মুক্তিপণ বাবদ ৮০ লাখ টাকা দাবি করে ওই তিন যুবক। অপহরণকারীদের ফোন পেয়ে ঘটনাটি সঙ্গে সঙ্গে পুলিশকে জানান তানভীরের বাবা।

পুলিশ অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে রোববার রাতেই জাহেদ ও শান্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী অপহরণের মাস্টার মাইন্ড উজ্জলকে মঙ্গলবার সকালে গ্রেফতার করে পুলিশ।

তানভীরকে গলায় ফাঁস ও বুকে ছুরি মেরে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দেয় ওই তিন যুবক।

তাদের দেয়া তথ্যমতে মঙ্গলবার দুপুর ১টার দিকে অপহরণকারী উজ্জলের পুকুর থেকে অপহৃত তানভীরের লাশ উদ্ধার করে পুলিশ।

শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button