অপরাধরাজশাহীসারাবাংলা

রামেক হাসপাতালে চুরি হওয়া নবজাতক উদ্ধার, চোরসহ আটক ২

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে ৩ দিন বয়সি চুরি হওয়া কন্যা শিশু সন্তানকে উদ্ধার করেছে ডিবি ও রাজপাড়া পুলিশ।

আজ শনিবার নগরীর রানীনগর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার ও ওই নারী চোর মৌসুমি বেগম(২৩) এবং স্বামী মোঃ সজিবকে আটক করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেন। আজ বিকেল তিনটায় এ বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার সাড়ে ৮টার দিকে রামেক হাসপাতালের ২৩ নং ওয়ার্ড থেকে ওই নবজাতকটি চুরি হয়। তার মায়ের নাম কমলে। চলতি মাসে ২০ জানুয়ারী রাত ৯টার দিকে রামেক হাসপাতালের অপারেশন থিয়েটারে সিজারিয়ানের মাধ্যমে শিশুটির জন্ম হয়।

সদ্য নবজাতককে হারিয়ে শোকে হতবিম্বল হয়ে পড়েন তার বাবা ও মা। নবজাতকের বাবার বাড়ি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আইডি হাসপাতাল এলাকায়। ওই শিশুর বাবা পেশায় একজন মুচি।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button