অর্থনীতিজাতীয়

১১ মাসের সর্বোচ্চে জ্বালানি তেলের দাম

জনপদ ডেস্ক: বাড়তির পথে রয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এ ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের বাজারে সর্বশেষ কার্যদিবসে জ্বালানি পণ্যটির দাম বেড়ে ১১ মাসের সর্বোচ্চ অবস্থানে উন্নীত হয়েছে। খাতসংশ্লিষ্টরা বলছেন, ফেব্রুয়ারিতে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কমিয়ে আনতে নীতিগতভাবে সম্মত হয়েছে সৌদি আরব। একই সঙ্গে সম্প্রতি যুক্তরাষ্ট্রে জ্বালানি পণ্যটির মজুদ কমে এসেছে। এ দুই সংবাদ প্রকাশের পর অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে ১১ মাসের সর্বোচ্চে উঠেছে। খবর রয়টার্স ও অয়েলপ্রাইসডটকম।

রয়টার্সের প্রাইস ইনডেক্স অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাজারে সর্বশেষ কার্যদিবসে ব্রেন্ট ক্রুডের দাম আগের দিনের তুলনায় দশমিক ৫০ শতাংশ বেড়েছে। দিন শেষে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ৫৩ ডলার ৮৭ সেন্টে, যা আগের দিনের তুলনায় ব্যারেলপ্রতি ২৭ সেন্ট বেশি। দিনের শুরুতে জ্বালানি পণ্যটির দাম ব্যারেলপ্রতি ৫৪ ডলার শূন্য ৯ সেন্টে উঠেছিল। ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারির পর এটাই ব্রেন্ট ক্রুডের সর্বোচ্চ দামের রেকর্ড।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে সর্বশেষ কার্যদিবসে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) বিক্রি হয়েছে ৪৯ ডলার ৯৮ সেন্টে। দিনের শুরুতে জ্বালানি পণ্যটির দাম আগের দিনের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৫০ ডলার ২৪ সেন্টে উঠেছিল। ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারির পর এটাই ডব্লিউটিআইয়ের সর্বোচ্চ দাম।

অপরিশোধিত জ্বালানি তেল রফতানিকারকদের বৈশ্বিক তালিকায় সৌদি আরবের অবস্থান শীর্ষে। স্বাভাবিকভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যের মূল্য নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাবক সৌদি আরব। চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চে জ্বালানি পণ্যটির দৈনিক গড় উত্তোলন ১০ লাখ ব্যারেল কমিয়ে আনতে স্বপ্রণোদিতভাবে সম্মত হয়েছে সৌদি সরকার। মূলত ওপেক প্লাসের বৈঠকে জ্বালানি তেলের বৈশ্বিক উত্তোলন কমানোর বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত না আসায় এমন উদ্যোগ নিয়েছে সৌদি আরব। এর প্রভাব পড়তে শুরু করেছে জ্বালানি তেলের বাজারে।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রে কমে এসেছে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) তথ্য অনুযায়ী, ২০২০ সালের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ দাঁড়িয়েছে ৪৯ কোটি ১৩ লাখ ব্যারেলে, যা আগের সপ্তাহের তুলনায় ১৭ লাখ ব্যারেল কম।

মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসের এক নোটে বলা হয়েছে, একদিকে যুক্তরাষ্ট্রে মজুদ কমেছে, অন্যদিকে সৌদি আরব উত্তোলন সীমিত করতে সম্মত হয়েছে। এ দুইয়ের জের ধরে আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে জ্বালানি তেলের। তবে বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসের নতুন স্ট্রেইন ছড়িয়ে পড়ায় দীর্ঘমেয়াদে বাজার পরিস্থিতি কেমন হবে- তা এখনই বলা যাচ্ছে না।

বণিকবার্তা

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button