আন্তর্জাতিক

ভারতীয় কোয়াডকপ্টার ভূপাতিত করার দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় একটি কোয়াডকপ্টার ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। শনিবার বিরোধপূর্ণ কাশ্মীর সীমান্তে আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তান ভূখণ্ডে আসলে সেটি ভূপাতিত করা হয় বলে জানিয়েছে সেনাবাহিনী।

পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রকৃত সীমান্ত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে কোয়াডকপ্টারটি পাকিস্তানের ৫০০ মিটার অভ্যন্তরে ঢুকে পড়লে ভূপাতিত করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, গত তিনদিনে কোয়াডকপ্টার ভূপাতিত করার এটি দ্বিতীয় ঘটনা ছিল।

ইসলামাবাদ দাবি করেছে, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পর গত বছরে ১৬টি কোয়াডকপ্টার ভূপাতিত করা হয়েছে। মুসলিম অধ্যুষিত জম্মু-ও কাশ্মীর ভারত এবং পাকিস্তান উভয় দেশের নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু দুই দেশই এই অঞ্চলটি নিজেদের বলে দাবি করে আসছে। তবে কিছু অংশ চীনের দখলে রয়েছে।

১৯৪৭ সালে দেশ ভাগের পর কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯৪৮, ১৯৬৫ এবং ১৯৭১ সালে তিনটি বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ঘের ঘটনা ঘটে।

সূত্র: ইয়েনি শাফাক

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button