জাতীয়

‘স্বাধীনতা অর্জন অনেকেই করে, কিন্তু আমরা স্বতন্ত্র’

জনপদ ডেস্ক: ‘স্বাধীনতা অর্জন অনেকেই করে, যেমন ভারত স্বাধীনতা অর্জন করেছে আলোচনার মাধ্যমে। কিন্তু আমরা স্ব-ভূমিতে বিতাড়িত ছিলাম এবং সেখান থেকে বেরিয়ে নিজেদের ভূমি পুনরুদ্ধার করেছি। এটা সবার থেকে আলাদা। বঙ্গবন্ধু ও শহীদদের ত্যাগের মাধ্যমে এটা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ‘মহান বিজয় দিবস ২০২০’ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় সভাপতি হিসেবে বক্তব্যে রাখেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘স্বাধীনতার অর্জন আমাদের পরিচয় দিয়েছে, আত্মসম্মান দিয়েছে। দীর্ঘ হাজার বছরের অপমান থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে। এই অর্জনের মহানায়ক আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। এছাড়া, আরও লাখো নায়ক রয়েছেন।’

নিজেদের দায়িত্ব পালনের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার উপর জোর দিয়ে এম এ মান্নান বলেন, স্বাধীনতা রক্ষা করতে আমাদের যার যার জায়গা থেকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। যে সমস্ত শহীদরা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন তাদের আত্মত্যাগের বিনিময়ে, তাদের জন্য হলেও আমাদের সবাইকে কাজ করতে হবে। আমাদের সকলের সুনির্দিষ্ট কাজের দায়িত্ব আছে। আমরা যারা প্রজাতন্ত্রের কর্মচারী, যারা রাজনীতি করি, আমাদের প্রত্যেকের ক্ষেত্র অত্যন্ত পরিষ্কার। আমার সঠিকভাবে কাজগুলো শেষ করলেই দেশ এগিয়ে যাবে।

ভাস্কর্য ইস্যুতে মন্ত্রী বলেন, ‘মতভেদ থাকবে, চিন্তার পার্থক্য থাকবে, কিন্তু সেটাই তো মানুষের উজ্জীবনের প্রধান শক্তি। সেটা সকল মতে-পথেই আছে। কিন্তু আলোচনার পরে সমাধান না হলে আমি চাপিয়ে দিব যে, না এটা মানতেই হবে- এটা সঠিক নয়। আপনার খাবার আপনি খাবেন, আপনার লেবাস আপনি পড়বেন এগুলো আপনার একান্ত নিজ দায়িত্ব। কিছু মানবিক বিষয় আছে যেখানে সবাই ঐক্যমত পোষণ করে। তার মানে কোন কিছু চাপিয়ে দেয়াটা সঠিক নয়।’

নিজ মন্ত্রণালয় সম্পর্কে মন্ত্রী বলেন, ‘আমরা পরিকল্পনা কমিশন ও মন্ত্রণালয় সরকারের অন্যতম বৃহৎ অংশ। আমরা একটি টিমের অংশ। খেলোয়ার হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে বল পাস করা। যে বল আমাদের কাছে আসবে সেটা পুনরায় অন্যত্রে পাঠিয়ে দেওয়া। এটা আমাদের সময় মতো পালন করতে হবে।’

মন্ত্রণালয়ের সবার উদ্দেশ্যে এম এ মান্নান বলেন, ‘দেশের রূপরেখা তৈরিতে আমাদের ভূমিকা আছে, মূল্যায়নেও ভূমিকা আছে। এমনকি রূপরেখা তৈরির জন্য যা যা লাগে সেটাও আমাদের পরিসংখ্যান ব্যুরো করে থাকে। জিইডিতে সেটা প্রক্রিয়াজাত হচ্ছে। প্রোগ্রামিংয়ে সেটা সার্ভিসিং করা হচ্ছে, আইএমইডি পরবর্তী প্রক্রিয়া দেখছে। সুতরাং আমরা সর্বত্র আছি, এই দায়িত্ব আমাদের। এটা সবসময় মনে রাখা প্রয়োজন।’ সূত্র: সময় টিভি

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button