জাতীয়

বঙ্গবন্ধুর কারণেই দেশ স্বাধীন হয়েছে: প্রাণিসম্পদ মন্ত্রী

জনপদ ডেস্ক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধুর ঘোষণায় সেদিন এ দেশের মুক্তিযোদ্ধারা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনিই এ দেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক।

বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ এমন নেতা পেতো না। আর এ দেশ স্বাধীনও হতো না। বিশ্বের ইতিহাসে এতো অল্প সময়ের সংগ্রামে কোনো দেশ স্বাধীন হয়নি। স্বাধীনতার ৪৯ বছর পরও স্বাধীনতাবিরোধী চক্র মাথা চাড়া দিয়ে উঠতে চেষ্টা করছে। এ অপশক্তিকে প্রতিহত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে।

বুধবার (১৬ ডিসেম্বর) সকালে পিরোজপুরের নাজিরপুরে বিজয় দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

উপজেলার স্বাধীনতা মঞ্চে উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা এসএম রোকনুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম মুনির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মনিরুল ইসলাম আতিয়ারসহ অনেকে।

এ সময় মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বের উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তারই একক প্রচেষ্টায় পদ্মা সেতু আজ বাস্তবে রূপ নিয়েছে।

পরে মন্ত্রী উপজেলার মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের শীতবস্ত্র দেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button