বরিশালসারাবাংলা

বিসিসির ওয়ার্ড কাউন্সিলরের মৃত্যু

জনপদ ডেস্ক: বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) কাউন্সিলর ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হোসেন মারা গেছেন।

শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মরহুমের ছোট ভাই কবির হোসেন।

কবির হোসেন জানান, কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন ধরেই লিভার জটিলতায় ভুগছিলেন। পার্শ্ববর্তী দেশ ভারতে নিয়মিত চিকিৎসা নেন। সেখানে লিভার ট্রান্সপ্ল্যান্ট করানোর কথা ছিল। কিন্তু ট্রান্সপ্ল্যান্টের আগে ক্যানসারে আক্রান্ত হন তিনি। ফলে লিভার ট্রান্সপ্ল্যান্ট করা সম্ভব হয়নি।

সবশেষ ৬ ডিসেম্বর (রোববার) ফিশারি রোডে নিজ বাসভবনে গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল।

এদিকে কাউন্সিলর জাহাঙ্গীর হোসেনের মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ মহনগর আওয়ামী লীগের নেতারা।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button