অপরাধচট্টগ্রামসারাবাংলা

রোহিঙ্গাদের এনআইডি জালিয়াতি: আটক ৩

জনপদ ডেস্ক: চট্টগ্রাম শহরের আরেফিন নগর এলাকায় সোমবার দুপুরে অভিযান চালিয়ে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে বলে দাবি র‍্যাবের।

ওই তিন জন হলেন আব্দুর রহিম, আজিজুল করিম রাসেল ও সেলিনা আক্তারকে আটক করা হয়। তাদের আরেফিন নগরের ফোরকানিয়া মাদ্রাসা গলির একটি বাড়ি থেকে আটক করা হয়।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক মাহমুদুল হাসান মামুনের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার উদ্দেশ্যে নকল এনআইডি, জাল জন্মসনদ ও বিভিন্ন সিল তৈরি করার কথা স্বীকার করেন ওই তিন জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তারা অর্থের বিনিময়ে রোহিঙ্গাদের নকল এনআইডি তৈরি করে দিতেন। তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জাল সনদ তৈরি করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন। আটক করা তিন জনকে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button