চট্টগ্রামসারাবাংলাস্বাস্থ্য ও চিকিৎসা

হাতিয়ায় ৪৮ ঘন্টায় ৩৭ জন শিশু হাসপাতালে ভর্তি

জনপদ ডেস্ক: হাসপাতালে শয্যা সংখ্যা ৫০, রোগী ভর্তি ৮৫, সবগুলো পরিপূর্ণ হওয়ায় অনেক রোগীর ঠাঁই হয়েছে বারান্দার মেঝেতে। এর মধ্যে ঠান্ডা জনিত কারণে গত ৪৮ ঘন্টায় নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তী হয়েছে ৩৭ জন। তারা সবাই শিশু। এক সঙ্গে অনেক রোগীকে সামাল দিতে গিয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে। নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আজ মঙ্গলবার বিকাল পর্যন্ত চিত্র এটি। হাসপাতাল কর্তপক্ষ, কর্তব্যরত ডাক্তার ও ভর্তি হওয়া রোগীর সাথে আলাপ করে এসব তথ্য পাওয়া যায়।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. নাজিম উদ্দিন বলেন, শীতের প্রকোপ শুরু হওয়ায় শিশুদের ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে । হাসপাতালে যারা ভর্তি হচ্ছে তাদের যথাযত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে পরিস্থিতি এখনও ততটা খারাপ নয় বলে দাবি করেন তিনি।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button