চট্টগ্রামসারাবাংলাস্বাস্থ্য ও চিকিৎসা

করোনা চিকিৎসায় চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে আরো ১০০ শয্যা প্রস্তুত

জনপদ ডেস্ক: চট্টগ্রামের কভিড-১৯-এর ‍দ্বিতীয় ঢেউ মোকাবেলায় নতুন করে আরো ১০০ শয্যা প্রস্তুত করেছে চট্টগ্রামে মা ও শিশু হাসপাতাল। বর্তমানে হাসপাতালটিতে আইসিইউ, সিসিইউসহ করোনা রোগীদের জন্য ৯১ শয্যার ব্যবস্থা রয়েছে।

এছাড়া হাসপাতালটিতে কভিড ইউনিটের জন্য ২ জন কনসালট্যান্ট ও ২ জন সহকারী রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্তও অনুমোদন দেয়া হয়েছে।

হাসপাতালটির ভবনের চতুর্থ তলায় কভিড রোগীদের চিকিত্সাসেবার জন্য এই ১০০ শয্যা প্রস্তুত রাখা হয়েছে। রোগী বাড়লে যেকোনো সময় নতুন ১০০ শয্যা চালু করা যাবে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল করোনা ম্যানেজমেন্ট সেল ও করোনা ট্রিটমেন্ট কমিটির সভায় এসব তথ্য জানানো হয়।

কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও করোনা ম্যানেজমেন্ট সেলের চেয়ারম্যান এসএম মোরশেদ হোসেন জানান, করোনা সংক্রমন নতুন করে বাড়ছে। এজন্য আমরা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নতুন করে আরো ১০০ শয্যা প্রস্তুত রেখেছি।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button