সারাবাংলা

করোনায় বাকৃবি শাখা ছাত্রলীগ নেতার মৃত্যু

জনপদ ডেস্কঃ রোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী এবং বাকৃবি শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নূরে আলম তপন (২৮) মারা গেছেন।

ময়মনসিংহ থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বৃহস্পতিবার (১৯ নভেম্বরে) সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

জানা যায়, গত ৫ নভেম্বর তপনের করোনা পজেটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হলে ১৩ নভেম্বর তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। করোনা ছাড়াও ফুসফুসে প্রদাহ ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

তপন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার দত্তপাড়া গ্রামের লিটনের ছেলে। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে পশুপালন অনুষদে ভর্তি হন। এরপর তিনি ডেইরি সায়েন্স থেকে মাস্টার্স করেন। রাজনৈতিক ক্যারিয়ারে তিনি প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব হল সভাপতি ছিলেন। পরে তিনি বাকৃবি শাখা ছাত্রলীগের যু্গ্ম-সাধারণ সম্পাদক হন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button