ঢাকাসারাবাংলা

রাজধানীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

জনপদ ডেস্ক: রাজধানীর কদমতলী থানার ইকোপার্ক সংলগ্ন খাজার ড্যাগ এলাকায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে সুবল চন্দ্র বর্মন (৩৫) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুবল রংপুরের পীরগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামের সুধির চন্দ্র বর্মনের ছেলে। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে রাজধানীর জুরাইনের আলমবাগে আলম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ বিষয়ে কথা হয় নিহত সুবলের প্রতিবেশী রুপ কুমারের সঙ্গে। তিনি বলেন, সুবল শ্যামপুর লাল মসজিদ এলাকায় একটি রুলিং মিলে কাজ করতেন। বুধবার রাতে বাসা থেকে অটোকিশায় করে তিনি রুলিং মিলে যাচ্ছিলেন। পথে খাজার ড্যাগ এলাকায় এলে তাকে বহনকারী অটোরিকশাটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শুনেছি অটোরিকশায় আরও দুই যাত্রী ও চালক ছিলেন। তাদের কি অবস্থা তা বলতে পারবো না।

মরদেহের সুরতহাল প্রতিবেদনে কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুবুল হক উল্লেখ করেন, বুধবার দিনগত রাতে বাসা থেকে কাজে যাওয়ার সময় খাজার ড্যাড এলাকায় একটি ট্রাকের সঙ্গে সুবলকে বহনকারী অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button