টপ স্টোরিজরাজশাহীসারাবাংলা

নওগাঁয় দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ, বিড়ম্বনায় যাত্রীরা

নিজস্ব প্রতিবেদকঃ শ্রমিকদের বিরুদ্ধে সড়কে চাঁদাবাজি ও রুট নিয়ন্ত্রণের অভিযোগ এনে নওগাঁয় দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে নওগাঁ-বালুডাঙ্গা বাস টার্মিনাল ও ঢাকা বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি।

গত বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল। নওগাঁ মোটর মালিক গ্রুপের নেতারা বলছেন- চাঁদাবাজী ও সড়ক নিয়ন্ত্রণ নিয়ে শ্রমিকদের সঙ্গে তাদের দ্বন্দ্ব দীর্ঘদিনের। নতুন শ্রমিক নেতারা নওগাঁ, পাবনা ও কিশোরগঞ্জ রুট দখলের চেষ্টা করলে দ্বন্দ্ব চরমে ওঠে। বিষয়গুলো নিরসন না হওয়া পর্যন্ত সব রুটের বাস চলাচল বন্ধ থাকবে জানান মালিকপক্ষের নেতারা।

এদিকে, হঠাৎই এই সিদ্ধান্তের সমালোচনা করে শ্রমিক নেতারা বলছেন, পাবনা ও কিশোরগঞ্জ রুটে নওগাঁ জেলার কোনো পরিবহন ছিলো না। এতে শ্রমিকরা বঞ্চিত হয়ে আসছে। তাই নিজস্ব উদ্যোগে দুটি বাস চলাচলের উদ্যোগ নেওয়া হয়। এতে মালিকপক্ষের বাধা দেওয়াটা অযৌক্তিক।

অন্যদিকে, পূর্ব ঘোষণা ছাড়া পরিবহন বন্ধ করে দেওয়ায় চরম বিড়ম্বনায় পড়েছেন যাত্রী সাধারণ।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button